আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে ভোটারদের নিয়ে যাওয়াকে চ্যালেঞ্জ বলে মনে করছেন না ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বুধবার (৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণায় নেমে এ কথা বলেন তিনি।

ফেরদৌস বলেন, ‘আমার বিশ্বাস সবাই ভোট দিতে ভোটকেন্দ্রে যাবে। উন্নত বাংলাদেশ দেখতে চায় সবাই। আর উন্নত দেশের জন্য হলেও নৌকা মার্কায় ভোট দেবে সবাই।

এ চিত্রনায়ক বলেন, ‘আমি সংসদ সদস্য নির্বাচিত হলে ঢাকা-১০ আসনের সর্বস্তরের মানুষের সমস্যা সমধানে কাজ করবে। নির্বাচনী প্রচারণায় এখন যেমন আমি মানুষের কাছে যাচ্ছি, নির্বাচিত হলেও একইভাবে মানুষের কাছে কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনবে।’

এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ফেরদৌস বলেন, ‘সবাই নিজ নিজ উপায়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে আমি আমার প্রতিপক্ষকে মোটেও দুর্বল ভাবছি না।

প্রসঙ্গত, চলচ্চিত্রের পাশাপাশি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ফেরদৌস। দলটির বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ নায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

উত্তেজনার মধ্যে আবার মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ বৃহস্পতিবার নতুন করে মধ্যপ্রাচ্য সফর শুরু …