ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। এতে এখন পর্যন্ত ১২০০ ইসরায়েলি ও ১ হাজার ১০০ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। এই সংঘাতের সর্বশেষ উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরা হল।

  • জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। আপাতত জেনারেটর দিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা চালিয়ে নেওয়া হচ্ছে। তবে সেখানেও জ্বালানি ফুরিয়ে আসছে।
  • ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা জানিয়েছে, গত শনিবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় জাতিসংঘের অন্তত ৯ কর্মী নিহত হয়েছেন।
  • গাজায় রেশনিং ব্যবস্থা চালু করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
  • ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের হামলায় অধিকৃত পশ্চিম তীরে অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯ জন।
  • ইসরায়েলে বিরোধী দলীয় নেতা বেনি গানৎসকে নিয়ে যুদ্ধকালীন সরকার গঠন করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
  • ইসরায়েলের আশকেন শহরের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামাস সেখানকার একটি হাসপাতালে হামলা চালিয়েছে, কিন্তু এতে কেউ হতাহত হয়নি।
  • হামাসের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়েছেন।
  • লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে। পাল্টায় ইসরায়েলও লেবাননে বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

ফেরাউনের পথ অনুসরণ করছে ইসরায়েল: পাকিস্তানের প্রধানমন্ত্রী

সূত্র: ইত্তেফাক  পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার বৃহস্পতিবার গ…